Horoscope

মকর রাশির ১৪৩০ বাংলা বছরটা কেমন কাটবে

১৪৩০ সালের ১ বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত মকর রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য ফলাফল লিখতে চেষ্টা করেছি।

কর্মজীবন ও অর্থভাগ্য অনেকটা স্বস্তি দেবে। পুরনো সমস্যার সমাধান হতে পারে। সম্মানের ক্ষেত্রটা প্রসারিত হবে। শত্রুতা করে কেউই ক্ষতিসাধনে সমর্থ হবে না।

অপ্রত্যাশিত কিছু অর্থাগম, দূরপাল্লায় কোথাও ভ্রমণ, কোনও সুসংবাদ মানসিক আনন্দ দেবে। দেহ ও মনের ক্রমোত্তর স্বস্তি আসবে। কর্মপ্রার্থীদের পক্ষে কর্মলাভের শুভ সময়। পুত্রসন্তান-কামীদের পক্ষে সময়টা অনুকূল।

প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির অনেকটাই অবসান ঘটবে। গৃহে আত্মীয় ও কুটুম্বদের সারা বছর প্রায়ই সমাগম মানসিক অস্বস্তির কারণ হতে পারে।

মকর লগ্নের স্বাস্থ্যের অনেক সুস্থতা ও ধর্মোন্নতি হবে।

এখানে যে প্রতিকার করা হল তা শুধুমাত্র একবছরের জন্য পালন করতে হবে। প্রতি শনিবার সাদা বাতাসা ও সাদাফুলের মালা দিয়ে যে কোনও শনি মন্দিরে সারা দিনে যখন হোক পুজো দিলে অনেকটা দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন।

জন্মের পর থেকে এই রাশির জাতক জাতিকারা দেখেছে চারদিকে ছড়িয়ে আছে হিংসা-দ্বেষ অহংকার ও স্বার্থের পসরা। তার মধ্যে দিয়ে দুঃখবাদের কারক মকর রাশির অধিপতি শনি মূল লক্ষ্যে পৌঁছে দেয়।

এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা। সমস্ত দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা যেন আত্মশক্তির মধ্যেই নিবিড়ভাবে নিহিত আছে।

বয়েস বৃদ্ধির সঙ্গে এই রাশির প্রতিষ্ঠা যশ সম্মান অর্থ ক্রমোত্তর বৃদ্ধি পেতে থাকে। এদের মন ও মত, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরণের।

পরিশ্রম করে এরা সফল হয় তবে সাফল্য দেরিতে। বিবাহ প্রায়ই পরিচিতের মধ্যে সংঘটিত হয়। আত্মীয়রা তেমন উপকারে আসে না। সংসারী হয়, উদাসীন খুব কর্মক্ষেত্রে। বিলাসে প্রমত্তের চেয়ে এরা একেবারেই সাধারণ জীবনযাপনের পক্ষপাতী।

আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।

প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।

সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।

Show More

4 Comments

  1. Right. I can not achieve success from anywhere. lots of obstacle come to meet me. Can not gain money.

  2. What will be the solution?
    It will be better, If you explain how to across this challenging year !

  3. Amar tula rashi… Apni ja protikar bollen…. Amar barir kachakachi kono soni mondir nei…. Tai protikarer onno kono byabosta… Ba ar ki upaye protikar korte pari… Janle subidhe hoto… Karon life ta sottie onek obstacle er moddhe diye jacche. Apnar uttorer opekhay roilam… Dhonyabad….

  4. আমার মকর রাশি। আপনার কথার সাথে অনেকটা মিলে যাচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে তার সার্থকতা খুঁজে পাইনি। তবে আমি পরিশ্রমি ও সিন্ধাতে অটল। জানিনা কখন স্বাত্তকতা মিলবে। আদোও মিলবে কিনা জানি না। ভালো লাগলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *