ধনু রাশির ১৪৩০ বাংলা বছরটা কেমন কাটবে
১৪৩০ সালের ১ বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত ধনু রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য ফলাফল লিখতে চেষ্টা করেছি।

বিগত কয়েকটা বছর যা গেছে তার তুলনায় এ বছরটা যাবে অনেক উন্নতির দিকে। কর্মজীবন ও অর্থভাগ্যের উন্নতি, সম্মান বৃদ্ধি ও অধিকাংশ শুভ প্রচেষ্টায় আসবে সাফল্য। নিজ এবং আত্মীয়ের গৃহে একাধিকবার কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠান হবে।
দেহ ও মনের অনেক স্বস্তি আসবে। শত্রুনাশ যোগ চলবে। বর্তমানে যে যে কর্মে নিযুক্ত আছেন তাদের সেই কর্মেই কমবেশি উন্নতি হবে।
প্রেমপ্রীতিতে আনন্দ ও প্রীতি বৃদ্ধি পাবে। নতুন প্রেমে ইচ্ছুকদের সময়টা অনুকূলে। বিদ্যার্থীদের বিদ্যায় উন্নতি, কর্মপ্রার্থীদের কর্মলাভের পক্ষে অনুকূল সময়।
ধনু লগ্নের জাতক জাতিকার দেহ ও মনের স্বস্তি অনেক বেড়ে যাবে।
এখানে যে প্রতিকার করা হল তা শুধুমাত্র একবছরের জন্য পালন করতে হবে। যদি ছটা মাথা কার্ত্তিকের ফটো যোগাড় করতে পারেন তাহলে ঘরে রেখে প্রতিদিন ধূপ দিয়ে আরতি করলেই হবে। ফটো যে কোনও দিন ঠাকুরের আসনে বসানো যাবে।
এই রাশিতে দেবগুরু বৃহস্পতির ভাব তেজোধর্মী। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে মূর্ত হয়ে উঠেছে দ্ব্যত্মক ভাব। একইসঙ্গে রজো ও সত্ত্বগুণের সমাহার।
এদের ভিতর প্রচ্ছন্ন থাকে অহংকার। অন্যায়ের প্রতিবাদ করতে এরা মুখর। এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে না। সন্দেহের ভাবটা থাকে ঘরে বাইরে।
যোগ্যতার তুলায় এরা উপার্জন করে বেশি। এই রাশির মধ্যে দয়া মায়া সহিষ্ণুতাও অনেক বেশি। আত্ম প্রতিষ্ঠা আসে নিজ চেষ্টায়। অন্যের উপর এদের ভরসা কম।
নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসে। জাতকের মধ্যে স্ত্রৈণের সংখ্যা কম। অসদুপায়ে কিছু অর্থ জীবনের কোনও না কোনও সময়ে এসে যায়।
বিবাহের পরবর্তীকালে ভাগ্যের প্রকৃত বিকাশ ঘটে। বিবাহিতজীবনে স্ত্রীর সঙ্গে প্রায়ই মতের মিলের অভাব দেখা দেয়।
আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।
প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।
সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।
বাংলা ট্রানশ্লেশন দেখে অজ্ঞান হবার অবস্থা হয়েছে। তারপর রাশিফল সানসাইন মতে না মুনসাইন মতে সেটা উল্লেখ করুন। সবাই তো আপনাদের মতো জ্ঞানের সাগর না। নিজের ভাষাটা ঠিক করে প্রয়োগ হচ্ছে কিনা দেখবেন না? মানুষের সাথে ফাজলামি হচ্ছে।
করোনা যে এই পরিমান ক্ষতি করবে জানতেন? এখনো লিখছেন অর্থ প্রাপ্তি,শুভ অনুষ্ঠান, অতিথি ইত্যাদি। আমার একজন প্রিয় মানুষ ধনু রাশির। ১/৩ মাইনে পাচ্ছে ।অথচ জ্যোতিষ মতে তার এবছর প্রভূত উন্নতি হবার কথা। যত্তসব! আমার রাশিফল বলুন তো ঠিক করে ঠিক বাংলায়। যন্ত্রের ওপর ছেড়ে দিয়ে বসে আছেন। আমার জন্ম তারিখ ১৮/৪/৬৩। কোনমতে বলছেন সেটা জানাবেন।
Amar sammondha jodi kichu bolen,amar jonmo 1984.10.28,time 6:30 pm,jomstan purbo Medinipur
Amar sammondha jodi kichu bolen,amar jonmo 1984.10.28,time 6:30 pm,jomstan purbo Medinipur ,Ami amar rashi janina,bolben pls..