Horoscope

বৃষ রাশির ১৪৩০ বাংলা বছরটা কেমন কাটবে

১৪৩০ সালের ১ বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য ফলাফল লিখতে চেষ্টা করেছি।

সার্বিক উদ্বেগ ও অস্থিরতা একটা থাকবে তা সত্ত্বেও অপ্রত্যাশিত কোনও সুযোগ উৎসাহিত করতে পারে। কোনও ভালো ঘটনা ঘটবে। কর্মক্ষেত্রে উদ্বেগের মধ্যে আশার আলো সঞ্চার হবে।

ব্যয় চাপটা থেকে যাবে। বিবাহিতদের মতবিরোধজনিত অশান্তিতে প্রায়ই মানসিক শান্তি নষ্ট হবে। কয়েকবার ভ্রমণে যেতে পারেন। ব্যবসায়ীদের কোন ঝুঁকির কাজ না করাই ভাল।

নতুন প্রেমের ক্ষেত্রে বছরটা অসফলতার নির্দেশ করে। পুরনো প্রেমিক-প্রেমিকাদের নিত্য অশান্তিতে মনের শান্তির বারোটা বাজার সম্ভাবনা।

বৃষ লগ্নের জাতক জাতিকাদের দেহ মন ও সংসারজীবন থাকবে বিব্রতর।

এখানে যে প্রতিকার বলা করা তা শুধুমাত্র একবছরের জন্য পালন করতে হবে। সারা বছরের বেশির ভাগ সময় পারলে সাদা পোশাক ব্যবহার করলে অনেকটা দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন। কালো খয়েরি ব্যবহার না করাই ভাল।

অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক ও বাহক সর্বশাস্ত্র প্রবক্তা শুক্রাচার্য। শুধু ত্যাগেই ধর্ম হয় না, ভোগের মধ্যে দিয়েই চলে ত্যাগের সন্ধান। কামনা বাসনা পরিত্যাগ করে কখনও বৈরাগ্যের ভিত্তি স্থাপিত হয় না।

ভোগবাদী হলেও সত্ত্বগুণাশ্রয়ী শুক্র এ সত্য বুঝেছিলেন। রজোগুণে ভরা শুক্রের প্রভাবাশ্রিত রাশি বৃষ। কর্মযোগী শুক্র। কর্মের ভিতর দিয়ে এ রাশির জাতক জাতিকার চলে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা।

শুক্রের প্রভাব থাকায় বৃষ রাশির জাতক জাতিকাদের মন উদার উন্নত হয়। দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দলাভের প্রচেষ্টাই চলে অহরহ। সাহিত্যে শিল্পে শাস্ত্রানুশীলনে শুভ শুক্রের প্রভাব থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। জীবন সংগ্রামে এদের পরাজয় খুব কমই ঘটে।

আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।

প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।

সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।

Show More

13 Comments

  1. I want daily horoscope from Shri Shibshankar Bharati, particularly against Taurus and Pisces. My date of birth is 04.05.1970., Place of birth – Kolkata, time of birth- around 2.00am to 3.00am.

  2. ১) পুনরায় চাকরী যোগ, স্হায়িত্ব, পরিণতি
    ২) বিবাহ ভেঙ্গে যায়, কবে, স্হায়িত্ব, পরিনতি
    ৩) আগামী ভবিষৎ
    জন্ম তারিখ : ২৮/০২/১৯৮৫
    সময় : ১৭:৩৭
    স্হান : হাওড়া, পশ্চিমবঙ্গ,
    কোথাও বিশ্বাসযাগ্য উত্তর না পেয়ে, আপনাকে স্মরন।
    শুঙেচ্ছান্ত্
    অনিরুদ্ধ মুখো:(পিতা)

  3. SIJITESH MONDA DOB. 24.08.1970 BIRTH TIME 11:18 PM.. PLACE OF BIRTH DURGAPUR (STEEL PLANT HOSPITAL.) কোথাও প্রতিকার না পেয়ে হতাশ। আপনি যদি আমার কোন উপকার করেন। অর্থ সমপদ মান কিছু নেই আর। আমার কি আর কিছুই করার নেই। ফেরত কী পাব?

  4. Date of birth- 04/09/1996
    Time- 10.46 AM
    Place- Kolkata
    Amr biye er bpr e jodi ki6u bolen…biye te onk badha asche..

  5. DOB- 28.03. 1993
    Birthplace- Tamluk,purba Medinipur
    Time-18.45
    Father’s name- Sukumar Manna
    Mothers name – Atasi Manna
    Biye niye jante chai,kemon habe amar husband? R motamuti kondike bibahojog ta besi? Barir kon dike?
    R vobissoter bypare jante chai. Abong ami akta job korchi ota chere new job join korbo kina bujhte parchina,ami ei jobtak kichutei mon theke mene nite parchi na,khun manosik asanti te vugchi,er fole sorir o bes kharap hocche.

  6. আমার জন্ম তারিখ 3/6/1970
    সময়-ঠিক দুপুর 12 টা
    স্থান-কলকাতা
    দয়া করস আনার e mail এ আমার দৈনিক রাশিফল পাঠালে বাধিত হবো
    ধন্যবাদ

  7. Name- Tumpa Naskar
    Dob-04/09/1996
    Time-15:14pm
    Place-Kolkata

    Amr Bibahito jibon kmn hbe?
    Biye Kobe hobe??
    Bor Kmn hobe ???

  8. প্রত্যেক দিনের রাশিফল আমার ইমেইল এড্রেস এ পাঠালে খুব ভালো হয়।
    Dob.18.10.1991
    Time.11.00pm
    Chakdah,nadia ,westbangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *