Horoscope
মেষ রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে মেষ রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

দেহ ও মনের উপর চাপ অস্বস্তিটা থেকে যাবে। গত বছরের তুলনায় কর্মজীবন ও অর্থভাগ্যে কমবেশি উন্নতি হবে, বিশেষ করে পেশা বা ব্যবসায় যারা আছে।
ব্যয় চাপটা থাকবে তবে শুভ কর্মেও বেশ ব্যয় হবে। বিদ্যার্থীদের বছরটা অনেক ভালো। কর্মপ্রার্থীদের অনেকের কর্ম লাভের সম্ভাবনা।
শিল্পী ও সাহিত্যিকদের খ্যাতি সামান্য বাড়বে। এ বছর বার কয়েক ভ্রমণ হবে বিশেষ করে তীর্থকেন্দ্রিক। শত্রুকে জয় করবে। আত্মীয় তেমন উপকারে আসবেনা।
এ বছর অপ্রত্যাশিত কিছু অর্থাগম, কোনও দ্রব্যলাভ, কোনও শুভ যোগাযোগে উপকৃত হওয়া, গৃহে শুভ কর্মানুষ্ঠান হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে অধিকাংশ দিনগুলো কাটবে আনন্দে।
মেষ লগ্নের সারাবছর স্বাস্থ্যটা মাঝে মধ্যেই বিব্রত করবে, মনটাও তাই।