Horoscope
কর্কট রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে কর্কট রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

বাধা অস্বস্তি আর অস্থিরতা একটা থেকে যাবে। অধিকাংশ শুভ যোগাযোগ হয়ে নষ্ট হয়ে যাওয়া, কথা দিয়ে কথা রক্ষা করতে না পারা, কর্মজীবন ও আর্থিক উদ্বেগ একটা থেকে যাওয়া, প্রায় কাজে বাধা থাকবে বেশি।
স্বাস্থ্য মাঝে মধ্যেই বড্ড বিব্রত করবে। প্রায়ই মেজাজ হারাতে পারেন। দীক্ষাপ্রার্থীদের অনেকের দীক্ষালাভ হবে। শত্রু বৃদ্ধির সম্ভাবনা।
এ বছর ভ্রমণ হবে তবে কয়েকবার পরিকল্পনায় বাধা পড়তে পারে। শত্রু ভয় নেই। আত্মীয়স্থান মধ্যম। প্রেমপ্রীতিতে সারা বছর মতবিরোধজনিত অশান্তিতে মন বিব্রত হয়ে থাকবে। মোটের ওপর বছরটা অস্বস্তিকর।
কর্কট লগ্নের স্বাস্থ্য প্রায়ই বড্ড বিব্রত করবে। কোনও আত্মীয়ের সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্ট হতে পারে।