Horoscope
মকর রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে মকর রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

এ বছর দেহের স্বস্তি অনেকটা ফিরে আসবে। মানসিক চাপ ও অস্বস্তি অনেকটাই কেটে যাবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে।
আর্থিক অবস্থার কমবেশি উন্নতি হবে। নতুন কোনও যোগাযোগে উৎসাহিত হবেন। প্রাচীন কোনও দেবালয়ে যেতে পারেন। দূরপাল্লায় ভ্রমণযোগ।
একাধিকবার বিভিন্ন শুভ কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পা মচকে যাওয়ার ভয় আছে। শত্রু দ্বারা ক্ষতির ভয় নেই। ধর্মীয় জীবনে উন্নতি, সদগুরুর আশ্রয়লাভ, অপ্রত্যাশিত কোনও দ্রব্য অথবা অর্থলাভ হবে।
কোনও ব্যক্তির সহায়তা লাভ হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে সময়টা গত বছরের তুলনায় অনেকটাই আনন্দদায়ক।
মকর লগ্নের দেহ ও মনের অনেকটাই স্বস্তি আসবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যাবে।
আমার বিবাহীত জীবনে খুব সমস্যা মধ্যে চলছে। কি করলে সমাধান হবে।বলবেন।
Baba ami Aapnak proman janay amar kono upay Bolun amar aobosta khub kharap amar Busnes puro Bondho hoea gacha matha Dhar Dana hoea gacha ami Kichu Bujta parche na ki korbo plse plse plse plse plse amk Doya korun Phon 8334056017
Ki hoyeche janan.9800683580
আমি কোনো কাজ পারছি না, এই বছরে কি কোনো কাজ পাওয়ার আসা আছে,,
আমি কোনো কাজ পারছি না, এই বছরে কি কোনো কাজ পাওয়ার আসা আছে,,
আজকে কিছু অংশ সত্য।