Horoscope

সিংহ রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে সিংহ রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

এ বছরটা কাটবে নানা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে। শারীরিক আমেজ প্রায়ই নষ্ট হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা চলবে ভালো মন্দ মিশিয়ে। চাকুরিয়াদের অবস্থা স্থিতিশীল।

বিদ্যার্থীদের আশানুরূপ সাফল্যে বাধা। শত্রুতা আসবে স্বজনদের মধ্যে থেকে। পায়ে আঘাত অথবা পা মচকে যাওয়ার যোগ।

অধিকাংশ শুভ প্রচেষ্টায় বাধা হবে। একাধিকবার নিমন্ত্রিত হবেন। কুটুম্ব বৃদ্ধির যোগ। কুমারী বিবাহযোগ্যদের বিবাহে বাধা জন্মাবে।

কোথাও বেড়াতে যাবেন, আবার ভ্রমণের পরিকল্পনা ভণ্ডুল হতে পারে। পারিবারিক অস্বস্তি ও অশান্তি একটা লেগে থাকবে। প্রেমপ্রীতিতে মতবিরোধ মনকে বিব্রত করবে।

সিংহ লগ্নের স্বাস্থ্য ও মন উদ্বেগ বাড়াতে পারে। পুরনো কোনও কিছু আবার নতুন করে বিব্রত করার সম্ভাবনা।

Show More

One Comment

  1. ফ্রয়েড বা টমাস সাহেব কি বলেছেন ও প্ৰেমিক -প্রেমিকা নিয়ে প্রায় 90% না ভরিয়ে স্বাস্থ্য, অর্থ, কর্ম, শিক্ষা, সন্তান, সন্তানের শিক্ষা, বাবা -মা – পত্নী, তাদের স্বাস্থ্য প্রভৃতি নিয়ে আরো লিখলে ভালো হতো l দেখবেন বেশিরভাগ লোক তাই চায় l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *