Horoscope
মীন রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে মীন রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

এ বছরে ব্যয় বাড়বে হুহু করে। মানসিক উদ্বেগ আর প্রচ্ছন্ন অশান্তি একটা থেকে যাবে। কর্মক্ষেত্রে তেমন পরিবর্তন কিছু হবে না।
আর্থিক অবস্থা থাকবে স্থিতিশীল। কোনও আত্মীয় কিংবা বন্ধু বিচ্ছেদ যোগ। বিদ্যার্থীদের গতানুগতিক সময়। হঠাৎ কোনও দেবালয়ে ভ্রমণযোগ।
দূরপাল্লার ভ্রমণে বাধা পড়তে পারে। শারীরিক আমেজ প্রায়ই নষ্ট হবে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠান হবে।
বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা। অপ্রত্যাশিত কিছু অর্থ অথবা দ্রব্যলাভ। কোনও সুসংবাদে আনন্দলাভ। অন্যের গৃহে আতিথ্যলাভ, গৃহে আত্মীয় সমাগম, পা মচকে যাওয়ার সম্ভাবনা।
হঠাৎ দেনায় জড়াতে পারেন। প্রেমপ্রীতিতে অশান্তি কেটে প্রীতি ও হৃদ্যতা বাড়বে।
মীন লগ্নের স্বাস্থ্য বিব্রত করবে। কোনও সুখবর উৎসাহিত করবে। নিকট ভ্রমণ যোগ।