Horoscope
বৃষ রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে বৃষ রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

দেহ ও মনের স্বস্তি অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে উদ্বেগ। অস্বস্তির মধ্যে দিয়েও সামান্য আয় বাড়বে। পেশায় নিযুক্তদের যোগাযোগ বাড়বে।
সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ। নিজ কিংবা কোনও আত্মীয়ের গৃহে একাধিকবার মাঙ্গলিক কর্মানুষ্ঠান হবে। অনেকের দীক্ষালাভ হবে।
কোথাও বেড়াতে যাবেন। বাড়ির বয়স্কদের স্বাস্থ্য বিব্রত করবে। পুরনো স্মৃতি মনকে বেশ আনন্দ দিতে পারে। গৃহে অতিথিদের আগমনে বিরক্ত হতে পারেন।
শত্রু ভয় নেই। ধর্মের প্রতি আকর্ষণ আগের তুলনায় খানিকটা বাড়বে। প্রেমপ্রীতির ক্ষেত্রে একের প্রতি অপরের টান অনেকটা বেড়ে যাবে।
বৃষ লগ্নের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এ বছর বেশ কয়েকবার সুসংবাদ আনন্দিত করবে।
I realised of your articles and it is appreciatable try to bring it in real life what is happeni.g around us
Thanking you
Well wisher
Rohan Das
Mumbai
আমার জন্ম -26/07/2000
আমার বিয়ে ব্যাপারে একটু জানতে চায়
DOB- 09/06/2002
Time: 8:45 am ,,Sunday,Bagdah hospital,,West bengal,North 24 Pargana
Name: Arpita Ghosh
Ami amr career somporke jante chai j ami je dik ta beche niyechi amar jonne seta thik kina,,r setate ami amar career gore uthbe kina…Please…