Horoscope
কন্যা রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে কন্যা রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

সারা বছর শরীর ও মনটা মাঝে মধ্যেই বিব্রত করবে। কর্মক্ষেত্র থাকবে গতানুগতিক। আটকে থাকা অনেক কাজ গতি পাবে। কিছু উপহার আনন্দিত করবে।
বিভিন্ন মাঙ্গলিক কর্মে অংশগ্রহণ, কাছাকাছি ও দূরপাল্লায় ভ্রমণ, প্রাচীন দেবালয় ভ্রমণ, বিদ্যার্থীদের বিদ্যায় স্বস্তি, পায়ের কোনও রোগ অথবা পা মচকে যাওয়া সম্পর্কে সাবধানতা প্রয়োজন।
দীক্ষাপ্রার্থীদের দীক্ষালাভ, বিবাহের যোগাযোগে সফলতা, কোনও ব্যক্তির কাছ থেকে সাদা দ্রব্যলাভ। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে শুভ কর্মনুষ্ঠান হবে।
শত্রুদ্বারা ক্ষতির ভয় নেই। আত্মীয় প্রীতিতে বাধা জন্মাবে। আটকে থাকা টাকা পেতে পারেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রীতি ও আন্তরিকতা বাড়বে।
কন্যা লগ্নের স্বাস্থ্য প্রায়ই বিব্রত করবে। হঠাৎ কিছু অর্থলাভের সম্ভাবনা।