কুম্ভ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কুম্ভ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

শারীরিক অস্বস্তি একটু কমবে। আর্থিক সচ্ছলতাও থাকবে। গত বছরের তুলনায় এবারে পুজো কাটবে অনেকটাই স্বস্তিতে। কিছু অর্থাগম হবে। দূরপাল্লায় কোথাও বেড়াতে যাবেন। কোনও আনন্দেভরা অনুষ্ঠানে অংশগ্রহণ, কোনও আত্মীয়ের গৃহে নিমন্ত্রণ রক্ষা, সাদা দ্রব্যলাভ হবে। কারও সঙ্গে কথা কাটাকাটিতে মন সাময়িক বিষন্নতায় ভরে উঠতে পারে। শত্রুভয় নেই। আত্মীয় ও বন্ধুদের সঙ্গে প্রীতির সম্পর্ক থাকবে। নতুন কারও সঙ্গে পরিচয়ে আনন্দিত হবেন। প্রেমিকপ্রেমিকাদের দিনগুলো কাটবে প্রীতি ও আনন্দের মধ্যে দিয়ে। একে অন্যের কাছ থেকে উপহারটা বেশ ভালোই পাবেন।
শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। দম্ভ অহংকার পরশ্রীকাতরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ। এগুলির আবির্ভাব ঘটলেই বুঝতে হবে এদের জীবনপ্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে।
সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে, তেমনই অফুরন্ত আনন্দভাবে ভরপুর এই রাশি। বয়স বৃদ্ধির সঙ্গেই উত্তরোত্তর বৃদ্ধি পায় অধ্যাত্মচেতনা। সংগ্রামী জীবনের পূর্ণতা আসে মধ্য বয়েসের পর।
এরা ঈশ্বরভক্তিপরায়ণ হয়। যৌনজীবনে সংযমের প্রয়াসী। রাশির উপর অশুভ গ্রহের প্রভাব থাকলে সম্পূর্ণ বৈপরীত্য ঘটে এদের চরিত্রে।
যে কোনও নিম্নস্তরের কাজ করতে অন্তরে এতটুকুও হেলদোল নেই। গুছিয়ে সুন্দর মিথ্যা বলায় এদের যেন জুড়ি নেই।