মকর রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মকর রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

জাতক জাতিকাদের সার্বিক চাপ অস্বস্তি আর অস্থিরতা থাকবে বড্ড বেশি তা সত্ত্বেও আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে একাধিকবার শুবকর্মানুষ্ঠান, কোথাও বেড়াতে যাবেন, কোনও উপহার মনকে আনন্দিত করবে। গৃহে আত্মীয়ের সমাগম কম হবে। স্বাস্থ্য বিব্রত করবে। অস্থিরতা বড্ড বাড়বে। একাধিকবার নিকট দেবালয় ভ্রমণ যোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে অধিকাংশ দিনগুলি কখনও মানসিক আনন্দ আবার কখনও কাটবে একটা অস্বস্তির মধ্যে দিয়ে। আত্মীয়দের কারও জন্য কয়েকটা দিন কাটবে বেশ অস্থিরতার মধ্যে দিয়ে।
জন্মের পর থেকে এই রাশির জাতক জাতিকারা দেখেছে চারদিকে ছড়িয়ে আছে হিংসা-দ্বেষ অহংকার ও স্বার্থের পসরা। তার মধ্যে দিয়ে দুঃখবাদের কারক মকর রাশির অধিপতি শনি মূল লক্ষ্যে পৌঁছে দেয়।
এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা। সমস্ত দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা যেন আত্মশক্তির মধ্যেই নিবিড়ভাবে নিহিত আছে।
বয়েস বৃদ্ধির সঙ্গে এই রাশির প্রতিষ্ঠা যশ সম্মান অর্থ ক্রমোত্তর বৃদ্ধি পেতে থাকে। এদের মন ও মত, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরণের।
পরিশ্রম করে এরা সফল হয় তবে সাফল্য দেরিতে। বিবাহ প্রায়ই পরিচিতের মধ্যে সংঘটিত হয়। আত্মীয়রা তেমন উপকারে আসে না। সংসারী হয়, উদাসীন খুব কর্মক্ষেত্রে। বিলাসে প্রমত্তের চেয়ে এরা একেবারেই সাধারণ জীবনযাপনের পক্ষপাতী।
মকর একদম ঠিক
মকর একদম ঠিক