Categories: Horoscope

মিথুন রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মিথুন রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

Published by
Sibsankar Bharati

আর্থিক চাপ থাকলেও তা কাটিয়ে উঠবেন। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। অপ্রত্যাশিত কিছু লাভ হবে। গৃহে আত্মীয়ের আগমনে আনন্দ বাড়বে। খরচা বাড়লেও তা অন্যভাবে পুষিয়ে যাবে। কোথাও বেড়াতে যাবেন। কোথাও নিমন্ত্রিত হবেন। স্বাস্থ্য সুস্থ থাকবে। একাধিকবার কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কোনও নিকট আত্মীয়ের বাড়ি যেতে পারেন। কাউকে কিছু দিয়ে নিজে বেশ আনন্দিত হবেন। প্রেমিক প্রেমিকাদের দিনগুলো প্রীতি ও আনন্দে কাটবে। কোনও উপহার পাবেন মনের মতো, দেবেনও। মোটের উপর পুজোটা ভালোই কাটবে।

এই রাশির জাতক জাতিকারা তমোগুণাশ্রিত। মন এদের উদার, উন্নত নয়। জীবনে একদিকে যৌবনচিত কর্মচাঞ্চল্য, অন্যদিকে তেমন অপরিণত বুদ্ধির বিকাশ। এই রাশির স্বপ্নসৌধ প্রায়ই ভেঙে চুরমার হয়ে যায় নিদারুণ নির্মম বাস্তবতার আঘাতে।

দূরঅভিসন্ধিমূলক কাজে বেশি আনন্দ পায়। ব্যবসা সংক্রান্ত বুদ্ধি এদের প্রশংসনীয়। মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি। তর্কে পেরে ওঠা কঠিন।

মিথ্যা কথায় মেষ রাশির মত পটু। স্বভাব চঞ্চল বলে একাধিকবার প্রেমে পড়ে। কোনও প্রেমই দীর্ঘস্থায়ী রাখতে পারে না।

মিথুন রাশির জাতক জাতিকাদের কথার সঙ্গে কাজের সঙ্গতি প্রায়ই পাওয়া যায় না। এরা বিশ্বাস করে ঠকে। অন্যের কথায় প্রভাবিত হয়। এদের যেকোনও ভাবে পরিচিতি বেশি।

Share
Published by
Sibsankar Bharati