Horoscope

সিংহ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। সিংহ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

শারীরিক ও মানসিক চাপ অনেকটাই কমবে। সচ্ছলতাও থাকবে। গতবারের তুলনায় পুজোটা কাটবে বেশ আনন্দে। দূরপাল্লায় কোথাও যেতে পারেন। মনের মতো কোনও উপহারে আপ্লুত হওয়া, গ্যাঁটের কড়ি খরচ করে কাউকে খুশি করা, আত্মীয়ের গৃহে কিছুটা সময় কাটানো, কোনও দ্রব্য অথবা অর্থনষ্টের যোগ। কথার দোষে মনের স্বস্তি নষ্ট, ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি, গৃহে স্বজনদের আগমনে অধিকাংশ দিনগুলো বেশ জমজমাট হয়ে উঠবে। যারা নতুন প্রেমে পড়েছেন তাদের কপালে দামি উপহার জুটবে। পুরনো প্রেমিক প্রেমিকাদের প্রেমে প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। পা মচকাতে পারে।

রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক সিংহ রাশি। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য।


এরা জীবন পথে এগিয়ে চলে বাধাবন্ধহারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়ামায়া, অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা। এরা সব সময়েই কৃতজ্ঞ। দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবনের দস্তুর।

ভোগের মধ্যে দিয়েই এদের ভগবানকে ডাকা। সব ছেড়ে তাঁকে চাই, এমন ভাবনা এ রাশির জাতক জাতিকারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্নাভিমুখী হয়ে পড়ে। সন্তানভাবনা অতিমাত্রায়।

রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় ও বন্ধুর সংখ্যা খুবই কম। যে কোনও পরিবেশে প্রথম অবস্থায় নয়, পরে নিজেকে জাহির করার চেষ্টা।

বিবাহিত জীবনে তমোগুণী শনির প্রভাবে এ রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ। সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *