Categories: Horoscope

তুলা রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। তুলা রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

Published by
Sibsankar Bharati

এবছর পুজোর দিনগুলো বেশ ভালোই কাটবে। দেহ ও মনের স্বস্তি থাকবে। আর্থিক সচ্ছলতা আসবে। কোনও প্রাচীন মন্দিরের প্রসাদ কপালে জুটতে পারে। গৃহে আত্মীয়ের আগমনে মনের প্রফুল্লতা বাড়বে। এক সাধুবাবা বলেছিলেন, ‘বেটা, না চাইতে যিনি অনেক দেন, তিনিই ঈশ্বর’। এবার তুলারাশি পুজোর অনেক আগের থেকেই না চাইলেও কিছু পেয়ে যাবে। দেবালয় ভ্রমণ, পুজোর পরেও কোথাও ভ্রমণ, কোথাও নিমন্ত্রিত হওয়া, কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।কোনও সুসংবাদে আনন্দিত হবে। সম্মান ও যশ বৃদ্ধির যোগ। প্রেমিক প্রেমিকাদের অভিমানজনিত অশান্তি সাময়িক বিব্রত করবে। প্রীতি ও আন্তরিকতায় ঘাটতি থাকবে না।

শুক্রাচার্যের আনন্দময় ধাম তুলা রাশি। জাগতিক কামনাবাসনার কারক এই রাশি। প্রকাশ শক্তির বিস্তার এই রাশিতে কম। জাতক জাতিকাদের প্রকৃত মনোভাব বুঝে ওঠা দায়।

যে কোনও মুহুর্তে প্রতিষ্ঠাক্ষেত্রে বারংবার বাধা আসে তবুও শুক্রের প্রভাবে দুর্দমনীয় প্রচেষ্টা নিয়ে অগ্রসর হয়, আরও সুন্দর ও ঐশ্বর্যমণ্ডিত করে তুলতে চায় জীবনকে।

এই রাশিতে রজোগুণের প্রভাব বেশি থাকায় কর্মের উদ্যম নষ্ট হয় না। জীবনের প্রথমভাগে ভোগ বাসনা শিল্পপ্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মধ্যে দিয়ে জীবন পরিচালনা, শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়ে।

এদের জীবনে কর্ম প্রায় ক্ষেত্রেই অসম্পূর্ণ থাকে। এই রাশির জাতক জাতিকারা প্রশংসা ও স্তুতিপ্রিয়। সহজে অন্যের কথায় বিশ্বাসী হয়ে পরে প্রতারিত হয় মানসিক ও আর্থিক ভাবে।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts