Horoscope

মীন রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। মীন রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

দেহ ও মনের অবস্থাটা ভালো থাকবে না। আর্থিক সচ্ছলতা থাকলেও আর্থিক বিষয়ে চাপ একটা থেকে যাবে। কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তিতে মনের স্বস্তি নষ্ট হবে। কোথাও না কোথাও বেড়াতে যাবেন। দেবালয় ভ্রমণ যোগ। গৃহে কোনও শুভকর্মানুষ্ঠান হবে। কারও কোনও কথায় মানসিক দিক থেকে আহত হবেন। গৃহে আত্মীয়ের সমাগমে মাঝে মধ্যেই বিব্রত হবেন। স্বাস্থ্যটা সুস্থ থাকবে না। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধজনিত অশান্তি পুরো পুজোর দিনগুলোর বেশিরভাগ দিনই মানসিক শান্তির অন্তরায় হবে। কথা দিয়ে কথা রক্ষা করতে না পারা আর দিনগুলো কাটবে অস্থিরতার মধ্যে দিয়ে

দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি। জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গক্ষেত্র মীন রাশি।


তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চায় মনের প্রতিটা স্তরে।

দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন কর্মের মধ্যে দিয়ে লাভ করতে হবে ত্যাগকে। তবে ভোগবাদকে অস্বীকার করে কিছুতেই লাভ করা যায় না ত্যাগবাদকে। চাই ভোগ, সৃষ্টি, আনন্দ, দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয়সুখ।

সত্ত্ব ও রজোগুণের এই বিকাশই প্রস্ফুটিত হয়েছে মীন রাশির জাতক জাতিকার মধ্যে। ধর্ম শুধুমাত্র ত্যাগের নয়, ভোগেরও অধিকার রয়েছে পূর্ণমাত্রায়।

এই রাশি জন্মকুণ্ডলীতে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্ত্বগুণ নষ্ট হয়ে যায়। তখন ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে।

রাশির উপরে শুভগ্রহের প্রভাব থাকলে জাতক জাতিকাদের মন চরিত্র সংসারজীবন ও অন্যান্য বিষয় সার্থক সুন্দর হয়ে ওঠে সবদিক থেকে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *