Categories: Horoscope

বৃশ্চিক রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। বৃশ্চিক রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

Published by
Sibsankar Bharati

দেহ ও মনের উদ্বেগ অস্বস্তি অনেকটাই কেটেছে – আরও কেটে যাবে ধীরে ধীরে। আর্থিক চাপ একটা থাকবে তবে সেটাও কাটিয়ে উঠবেন।শরীর বড় রকম পায়তাড়া করবেন না। সপরিবারে নিকট ভ্রমণ যোগ। দেওয়ার কেউ থাকলে পাবেন, না থাকলে অপ্রত্যাশিত কিছু জুটবে। সাদা দ্রব্যলাভ, মন্দির ভ্রমণ, গৃহে ছোটখাটো অনুষ্ঠান হবে। এবারে ভুরিভোজোন বেশ ভালোই হবে। বাড়িতে আত্মীয় ও বন্ধুদের আগমনে আনন্দিত হবেন। কোনও উৎসাহবর্ধক সুসংবাদে আত্মতৃপ্তি লাভ করবেন। মোটের উপর দিনগুলো আগের তুলনায় অনেক স্বস্তির। প্রেমিক প্রেমিকারা একে অপরের কাছ থেকে উপহার পাবেন তবে সাদা রঙের নয়।

এই রাশির জাতক জাতিকারা চঞ্চল ও একগুঁয়ে মনোভাবের হয়। রাগ জেদ অস্থিরতা অধীর ও পরশ্রীকাতরতা দোষগুলি এ রাশিতে প্রায়ই থাকে।

উদারতার প্রকাশ ও চারিত্রিক দৃঢ়তা কম। আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। আধ্যাত্মিকতার মধ্যেও এদের ভণ্ডামি থাকে।

অসম্ভব সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা আসে, তবে চন্দ্রের নিচস্থান বৃশ্চিক রাশি, তাই কিছুতেই শান্তিটা আসে না। পারলৌকিক বিষয়ে কৌতূহল সীমাহীন।

এদের করা কাজ অন্যের ভালো না লাগলেও নিজের পরিতৃপ্তিই যথেষ্ট। ইচ্ছাধীন কর্মে আগ্রহী। অন্যের মত ও কথায় গুরুত্ব দিতে নারাজ।

বিবাহিত জীবনে মন ও মতের মিলের অভাব থাকে। এই রাশির জাতক জাতিকারা ব্যর্থতার মধ্যেও খুঁজে নিতে পারে আধ্যাত্মিকতা। শেষ জীবন প্রায়ই কাটে ধর্মীয় জীবনে মনোনিবেশে।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts