বৃষ রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। বৃষ রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।
একাধিকবার কোনও না কোনও দেবালয় ভ্রমণ হবে। সার্বিক চাপ থাকলেও স্বস্তিটা নষ্ট হবেনা। আর্থিক সচ্ছলতায় ঘটতি পড়বে না। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠান, শারীরিক অস্বস্তি, কারণ অকারণে ব্যয় চাপ থাকবে। কোনও সাদা দ্রব্য লাভ হবে। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। সামান্য কোনও ব্যাপারে জড়িয়ে নিজের শান্তিটা নষ্ট করতে পারেন। মনের মতো কোনও উপহার পাবেন। কোনও সুসংবাদে আনন্দিত হবেন। প্রেমিক প্রেমিকাদের অধিকাংশ দিনগুলো কাটবে আনন্দে। দুজনের একসঙ্গে কোনও মন্দির ভ্রমণ যোগ। স্বাস্থ্য ঠিক থাকবে।
অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক ও বাহক সর্বশাস্ত্র প্রবক্তা শুক্রাচার্য। শুধু ত্যাগেই ধর্ম হয় না, ভোগের মধ্যে দিয়েই চলে ত্যাগের সন্ধান। কামনা বাসনা পরিত্যাগ করে কখনও বৈরাগ্যের ভিত্তি স্থাপিত হয় না।
ভোগবাদী হলেও সত্ত্বগুণাশ্রয়ী শুক্র এ সত্য বুঝেছিলেন। রজোগুণে ভরা শুক্রের প্রভাবাশ্রিত রাশি বৃষ। কর্মযোগী শুক্র। কর্মের ভিতর দিয়ে এ রাশির জাতক জাতিকার চলে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা।
শুক্রের প্রভাব থাকায় বৃষরাশির জাতক জাতিকাদের মন উদার উন্নত হয়। দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দলাভের প্রচেষ্টাই চলে অহরহ। সাহিত্যে শিল্পে শাস্ত্রানুশীলনে শুভ শুক্রের প্রভাব থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। জীবন সংগ্রামে এদের পরাজয় খুব কমই ঘটে।