Categories: Horoscope

কন্যা রাশির পুজোর মাসটা কেমন যাবে, মহালয়া ২ অক্টোবর থেকে ভাইফোঁটা ৩ নভেম্বর পর্যন্ত

লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে পুজোর মাসের রাশিফল। কন্যা রাশির কেমন যাবে মহালয়া থেকে ভাইফোঁটা, পুজোর মাসটা, তার আগাম ধারনা।

Published by
Sibsankar Bharati

মানসিক অস্থিরতা একটা থাকবে। শরীরের আমেজ একটু নষ্ট হবে। মেজাজটা মাঝে মধ্যে খিঁচড়ে যাবে তবে আর্থিক উদ্বেগ থাকবে না। দূরপাল্লার ভ্রমণে বাধা পড়তে পারে। একাধিকবার একাধিক দেবালয় ভ্রমণ, গৃহে ছোটখাটো শুভ কর্মনুষ্ঠান, ভাবেননি অথচ পেয়ে গেলেন কিছু একটা অথবা বিলাসদ্রব্য।মোটর উপর পুজোর দিনগুলো ভালোই কাটবে। এর মধ্যেই কিন্তু কারও সঙ্গে কথা কাটাকাটি বা মতবিরোধ মনকে সাময়িক বিষন্নতায় ভরিয়ে তুলতে পারে। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। কন্যারাশির জাতকজাতিকাদের প্রেম সহজাত। বিশ্বাস ভরপুর, আন্তরিকতা ও শত অসুবিধা কাটিয়েও প্রেমপ্রীতির ক্ষেত্র থাকবে আনন্দময়।

এই রাশির অধিপতি গ্রহ বুধ। ভাবাবেগের রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয়ই কণ্ঠস্থ করতে সমর্থ হয়।

এদের চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয়।

এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। বিবাহ প্রায়ই অসবর্ণ পরিচিতের মধ্যে হয়ে থাকে।

সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম। নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এ দুইয়ের মিলনে আসে প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমোধর্মী তাই এ রাশি বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না।

ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায়ই মনোমতো হয় না। সংগীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত।

Share
Published by
Sibsankar Bharati