Horoscope

কন্যা রাশির ১৪৩০ বাংলা বছরটা কেমন কাটবে

১৪৩০ সালের ১ বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত কন্যা রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য ফলাফল লিখতে চেষ্টা করেছি।

দেহ ও মনের অনেক স্বস্তি আসবে। কর্মক্ষেত্রের পরিবেশ আগের তুলনায় অনেক অনুকূলে আসবে। কমবেশি আর্থিক উন্নতি হবে। ব্যবসায়ীদের আর্থিক যোগাযোগ বাড়বে।

পেশায় নিযুক্তদের এ বছরটা সার্বিক উৎসাহিত করবে। দূরপাল্লায় কোথাও বেড়াতে যেতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কর্মানুষ্ঠানযোগ।

প্রেমিক প্রেমিকাদের মানসিক অশান্তির মাত্রা কমবে। বছরের বেশিরভাগ দিনগুলো কাটবে আনন্দে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে বছরটা যথেষ্ট অনুকূলে থাকবে।

কন্যা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য ও মনের অনেক অস্বস্তি কাটবে তবে স্বজনদের কারও স্বাস্থ্য সারা বছরই মাঝেমধ্যে বিব্রত করবে।

এখানে যে প্রতিকার করা হল তা শুধুমাত্র একবছরের জন্য পালন করতে হবে। সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার যে কোনও ব্রাহ্মণকে যা মন চায় দক্ষিণা এবং যেকোন ফল একটা দুটো, কোনও নিয়ম নেই দিয়ে প্রণাম করে আসলেই হবে।

এই রাশির অধিপতি গ্রহ বুধ। ভাবাবেগের রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয়ই কণ্ঠস্থ করতে সমর্থ হয়।

এদের চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয়।

এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। বিবাহ প্রায়ই অসবর্ণ পরিচিতের মধ্যে হয়ে থাকে।

সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম। নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এ দুইয়ের মিলনে আসে প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমোধর্মী তাই এ রাশি বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না।

ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায়ই মনোমতো হয় না। সংগীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত।

আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।

প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।

সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।

Show More

3 Comments

  1. sastryji amar akhon somoy khub kharap cholchhe, chakri chole gachhe, kichhu unnoti samvob kina bolle upokrito hobo, amar janmo tarikh – 11/02/1974, 00:35 AM. M,R,Bangoor hospital.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *