Horoscope
কুম্ভ রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে কুম্ভ রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

গত বছরের তুলনায় এ বছরটা সার্বিক হয়ে উঠবে অস্বস্তিকর। সচ্ছলতা থাকলেও ব্যয়ের মাত্রা বেড়ে যাবে। স্বাস্থ্য আমেজ হারাবে। কারণে অকারণে মানসিক উদ্বেগ ও অশান্তি বাড়বে।
অধিকাংশ কাজে আসবে অসফলতা। ঘনিষ্ঠ কারও সাথে প্রীতির সম্পর্ক নষ্ট হতে পারে। পায়ে বড় আঘাতের সম্ভাবনা। আত্মীয়রা তেমন উপকারে আসবে না।
ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। কোথাও বেড়াতে যাবেন। দেবালয় ভ্রমণ হবে একাধিকবার। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে।
বিদ্যার্থীদের বিদ্যায় বাধার যোগ। শত্রুতা বাড়বে। আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠানে যোগ। প্রাচীন ঐতিহাসিক কোনও ক্ষেত্রে যেতে পারেন।
পুরনো বিবাদ বিব্রত করতে পারে। অবিবাহিতদের বিবাহে বাধা জন্মাবে। প্রেমপ্রীতিতে প্রায়ই মতবিরোধ মনের শান্তি নষ্ট করবে।
কুম্ভ লগ্নের দেহের স্বস্তি আর মনের শান্তি প্রায়ই নষ্ট হবে।