Horoscope
ধনু রাশির ২০২৩ বছরটা কেমন কাটবে ও কি করলে ভালো থাকবেন
লেখক জ্যোতির্বিদ শিবশংকর ভারতীর কলমে ধনু রাশির ২০২৩ সালের রাশিফল - কেমন কাটবে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তার আগাম ধারনা।

গত বছরের তুলনায় কর্মজীবন ও অর্থভাগ্যের কমবেশি উন্নতি হবে। হঠাৎ হঠাৎ অর্থাগম হবে। চাকুরিয়াদের অবস্থা থাকবে স্থিতিশীল।
স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা সুস্থ থাকবে। সংসারজীবন চলবে অস্বস্তির মধ্যে দিয়েও খানিকটা স্বস্তির মেজাজে। নিজ গৃহে কিংবা কোনও আত্মীয়ের গৃহে শুভ কর্মানুষ্ঠান হবে।
দীক্ষাপ্রার্থীদের অনেকের দীক্ষালাভ হবে। কোনও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। কোথাও ভ্রমণ হবে, আবার কিছু ভ্রমণের পরিকল্পনা পণ্ডও হতে পারে।
কোনও সুসংবাদে আনন্দিত হবেন। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। হঠাৎ দেবালয় ভ্রমণযোগ। প্রেমপ্রীতির ক্ষেত্রে সময়টা কাটবে আনন্দের মধ্যে দিয়ে।
ধনু লগ্নের পারিবারিক ও শারীরিক অস্বস্তি একটা থেকে যাবে।
Thank u boss…. give the suggestion