Horoscope

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৪

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচী।

একদিকে দুঃখ শোক গ্লানি অহংকার যেমন, তেমনই অন্যদিকে সুখশান্তি আনন্দ ত্যাগ বৈরাগ্য। কর্কট সম রাশি বলে সংসারে সুখ দুঃখ শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না, সাদরে গ্রহণ করে। এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা, অন্যদিকে রয়েছে নির্দয়তা।

মঙ্গলের রজোগুণ ও শনির তমোগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনও কখনও প্রবল হয়ে ওঠে। অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি।


স্ত্রীর কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে প্রায়ই অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে। এদের নেতৃত্ব দেবার ইচ্ছা থাকে জীবনের প্রথমাবস্থা থেকে। শনির তমোগুণের প্রভাবে জীবনে দুঃখবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় বেশি।

আমার জ্যোতিষশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীশুকদেব গোস্বামীর গ্রন্থের সাহায্য নিয়ে এই অংশটুকু লেখা হয়েছে। এর সঙ্গে সংযোজন করা হয়েছে নিজের পেশাগত জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা। লেখক চিরকৃতজ্ঞ হয়ে রইল উক্ত গ্রন্থের লেখক ও প্রকাশকের কাছে।আজ দিনটা কেমন কাটবে : দিনটা একটা বিমর্ষ ভাবের মধ্যেই কাটবে। কোনও কাজেই মেজাজ পাবেন না। কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকেও একথা একই ভাবে প্রযোজ্য। তবে কোনও শুভ সংবাদ আনন্দ দেবে। পারিবারিক ব্যাপারে হঠাৎ কলহ দেখা দিতে পারে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য কিংবা পরামর্শে উপকৃত হবেন। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। কোনও বয়স্কের সান্নিধ্যে শুভ সংবাদ পাবেন। প্রেম প্রীতিতে মানসিক অশান্তি ও ভুল বোঝাবুঝি এবং প্রেমিকার স্বাস্থ্য আপনার অশান্তির কারণ হতে পারে।

প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে। যে সময়টা শুভকাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভকাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায়না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কমবেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ।

এই যোগে যেকোনও শুভকাজে বেরলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনও শুভকাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যেকোনও এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে।

আরেকটা হল বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময় যেকোনও শুভকাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভাল ফল আশা করা যেতে পারে।

আজকের সময়সূচী :


অমৃতযোগ : সকাল ৬টা ৪৫ মিনিটের মধ্যে। পুনরায় ৭টা ২৮ মিনিট থেকে ৮টা ১১ মিনিটের মধ্যে। পুনরায় ১০টা ২০ মিনিট থেকে ১২টা ২৯ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৫টা ৪০ মিনিট থেকে ৬টা ৩৩ মিনিটের মধ্যে। পুনরায় রাত্রি ৮টা ১৯ মিনিট থেকে ৩টে ২৪ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ৭টা ২৮ মিনিটের মধ্যে। দুপুর ১টা ১২ মিনিট থেকে ৩টে ২১ মিনিটের মধ্যে।
বারবেলা : সকাল ৮টা ৪২ মিনিট থেকে ১০টা ৩ মিনিটের মধ্যে। পুনরায় ১১টা ২৪ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিটের মধ্যে।
কালরাত্রি : দুপুর ২টো ৪২ মিনিট থেকে ৪টে ২২ মিনিটের মধ্যে।

এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র এক বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনও কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক-কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলিই এখানে করা হল।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শুক্রবার কোনও মহিলা ভিখারিকে যে কোনও একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দেবেন। চেষ্টা করবেন সারা বছরে একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার ও প্রতিষ্ঠা জীবনে চলার পথের বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

এবার ব্যক্তিগত রাশি অনুসারে ‘ফল’ কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমানভিত্তিক।

নক্ষত্র ভেদে এক এক জাতক-জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে; এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক।

অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনও একটা নক্ষত্রকে ধরে গড়ে একটা অনুমানভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারও ফল মেলে দারুণভাবে, কারও কিছু কিছু, কারও বা একেবারেই নয়।

সব কথা মিলবে, এমনটা ভাববার কোনও কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা তা অভিজ্ঞতায় দেখা একটা আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলাটা কোনও কাজের কথা নয়, চলার কারণ আছে বলেও মনে হয় না।

Show Full Article

2 Comments

    1. নাম- অমিত পাল।(Amit paul)
      আমার জন্ম তারিখ-05/10/1996।
      জন্ম সময়- 9:30 রাত্রি।
      জন্ম বার- শনিবার।
      জন্ম স্থান- কলকাতা(আর .জি .কর .হাসপাতাল)।
      আমার এই 2020 থেকে 2025 অব্দি CARRIER জীবন কেমন হবে?
      আমি একজন 3RD YEAR B.COM GENERAL LAST SEMESTER কলেজ ছাত্র।
      আমি 20 লিটার জল বিক্রয় এর ব্যবসা করি।আমি এটার মেশিন বসিয়ে DIRECT জল বিক্রয় করার ব্যবসা করতে চাই।
      পরে আরদ থেকে আলু ক্রয় করে পাইকারি বিক্রয় করতে চাই।
      আমি পরে সরকারী চাকুরি করতে চাই।
      আমি একজন নিচুস্তরের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মন্ডল সভাপতি ও একনিষ্ঠ যুব কার্যকর্তা।
      আমি SOCIAL WORK ও করি।
      গরিব মানুষদের পাশে দাড়ায় যতটা সম্ভব হয়।
      এই করোনা মোকাবিলায় আমি প্রায় 560 জন গরিব দুঃস্থ মানুষদের চাল,ডাল,আলু,নিয়াজ,সোয়াবিন দিয়ে সাহায্য করেছি আর রাস্তার অভুক্ত মানুষদের রান্না করা খাওয়ার প্রদান করেছি নিজের সাময়িক চেষ্টা মতো।আর করতে চাই পরবর্তী সময়ে।
      আমার বর্তমান কর্ম জীবন মোটের উপর মোটামুটি ভালো।
      পরবর্তী নিজের বাড়ি,গাড়ি,ধন সম্পত্তি,সম্মান,নাম,যশ,খ্যাতি,সুখ,আনন্দ,সুনাম,কর্ম,স্বাস্থ্য জীবন এগুলো ঠিক করে হবে তো?
      আমার CARRIER জীবন কি 2023 এর মধ্যে পুরোপুরি ঠিকঠাক হবে??
      কারণ আমি আমার পরিবারের সবার দায়িত্ব ভালোভাবে তাড়াতাড়ি নিতে চাই যতদিন বেঁচে থাকবো ততদিন।
      পরিবারের সবাইকে খুব ভালোবাসি আমি।
      আমি একজন মেয়েকে খুব ভালো বাসতাম।
      নাম তার রিয়া কুন্ডু।
      জন্ম তারিখ- 15/08/1998।
      জন্ম স্থান- কলকাতা।
      জন্ম বার- শুক্রবার।
      জন্ম সময়- 12:41দুপুর (pm)।
      2015 সালে দুজনের সম্মতিতে সম্পর্ক তৈরি হয়েছিল।কিন্তু 2017 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটে যায় আমার জন্য আমার একটা অজান্তে ভুলবশত তাকে CHIT করার কারণের জন্য।
      আমি তার কাছে সেই সময় দ্রুতই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে একটা সুযোগ চেয়েছিলাম পাইনি আমি।
      হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো বলেছিলাম কারণ একটা সুযোগ দরকার ছিল আমার।প্রায় 2বছর চেষ্টা করেছিলাম যাতে সব ঠিকঠাক হয়।
      কিন্তু ঠিকঠাক কিছুই হয়নি।
      আমি এখনো তাকে ভালোবাসি।
      আমি তাকে ফিরে পেতে চায়।
      আমার জীবন সঙ্গী চাই ওকে।
      একটু যদি এগুলো ঠিক করে দিতে পারেন তো সারাজীবন উপকৃত থাকবো আপনার কাছে।
      দয়া করে সাহায্য করুন।
      ধন্যবাদ।
      অমিত পাল।
      বাগুইআটি অর্জুনপুরের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *